Seminar on A Simple Discussion of Regerssion Diagnostics

Seminar on A Simple Discussion of Regerssion Diagnostics

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত “A Simple Discussion of Regeression  Diagnostics ”সম্পর্কিত সেমিনার

সেমিনারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বল স্টেট বিশ্ববিদ্যালয়ের ম্যাথম্যাটিক্যাল সাইন্সের প্রফেসর ড. এ.এইচ.এম রহমাতুল্লাহ ইমন। তিনি তাঁর বক্তৃতায় সহজ ভাষায় রিগ্রেশন ডায়াগনস্টিকের বিভিন্ন দিক তুলে ধরেন এবং অর্থনীতিতে এগুলোর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন।

উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, রেজিস্ট্রার মোঃ শামীম আহসান পারভেজ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম এবং সমাজ বিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানসহ বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থী।