মানবতার পক্ষে মানব বন্ধন

মানবতার পক্ষে মানব বন্ধন

মানবতার পক্ষে দাঁড়ানোর অঙ্গীকারকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় গতকাল ১৯ সেপ্টেম্বর, ২০১৭  তারিখে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনের সামনে  মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা “রোহিঙ্গারা মরবে কেন রাখাইন রাজ্যে শান্তি আনো”, “রোহিঙ্গাদের ওপর নির্যাতন থামাও মানবতার পক্ষে দাঁড়াও”, ইত্যাদি স্লোগান সমৃদ্ধ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানব বন্ধনে অংশ গ্রহণ করে।


উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, মাননীয় নির্বাহী পরিচালক মো: শামীম আহসান পারভেজসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উক্ত মানববন্ধনে মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান বলেন, “ধর্ম, বর্ন নির্বিশেষে আমাদের সকলকে মানবতার পক্ষে দাঁড়াতে হবে।”