টুর্নামেন্টে প্রথম অংশগ্রহনেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৭ উইকেটে জয়

টুর্নামেন্টে প্রথম অংশগ্রহনেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৭ উইকেটে জয়

নগরীর উপশহরে শুরু হয়েছে প্রথম এ্যাডভোকেট জিল্লুর রহমান স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশগ্রহনের মাধ্যমে প্রথমবারের মত কোন টুর্নামেন্টে নিজস্ব ক্রিকেট দল নিয়ে খেলা শুরু করলো। গত ১৭ জানুয়ারী ২০১৮ সন্ধ্যায় উপশহর পানির ট্যাংকীর মাঠে শিরোইল কলোনী যুব সংঘের বিপক্ষে খেলতে নামে। এই খেলায় খুব সহজেই ৭ উইকেটে জয় ছিনিয়ে আনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।


 শিরোইল কলোনী যুব সংঘ টসে জিতে ব্যাট করতে নামে এবং ১০ ওভারে সংগ্রহ করে ১১৯ রান। জবাবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে প্রতিপক্ষের দেওয়া ১২০ রানের লক্ষ্য অতিক্রম করে ৭ উইকেটে জয়ী হয়।


খেলায় ম্যাচ সেরা হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় জারীফ; তার সংগ্রহ ৪৬ রান, এর মধ্যে ওভার বাউন্ডারী ছিল ৬টি। খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরষ্কার তুলে দেন মাঠে উপস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।