বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সেমিনার অনুষ্ঠিত

গত ১২ নভেম্বর ২০১৯ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জসমূহ (Challenges of Sustainable Development Goals) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। উক্ত সেমিনারে Key Note Speaker হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্মসচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইঞা, এমডিএস, বিপিএটিসি, সাভার, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুল ইসলাম সরকার। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক মোঃ রাশিদুজ্জামান। বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ্র সভাপতিত্বে এবং প্রভাষক উম্মে সালমার সঞ্চালনায় জনাব সানোয়ার জাহান ভূঁইঞা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেসব বিষয়ে আলোকপাত করেন এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।