বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নিয়মিত আয়োজন ‘জেসিএমএস রিপোর্টার্স টক’ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পেশাগত অভিজ্ঞতার বৈচিত্রময় গল্প শোনান মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সরদার মাহমুদ সোহেল। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতায় আসতে হলে মন থেকে আসতে হবে। অপরাধ সাংবাদিকতায় সাহসিকতার প্রয়োজন। নিজস্ব ভালোলাগার দিকগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
এর আগে বিভাগের কো-অর্ডিনেটর মো. মশিহুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। বিভাগের শিক্ষক সালমা জান্নাত ঊর্মি, মো. রমজান আলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জোবায়দা শিরিন জ্যোতি। বিভাগের বিভিন্ন সিমেস্টারের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেন।