বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন

গত ২৭ নভেম্বর সকাল ১১ টায় বংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ৪ সদস্যবিশিষ্ট একটি দল বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের এ দলটির নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অন্যতম সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি। অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক জনাব ড. মোঃ ফখরুল ইসলাম, উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলাম শেখ ও  সহকারী পরিচালক  মোয়াজ্জেম হোসেন সরকার।

পরিদর্শনের শুরুতে ইউজিসির সদস্যদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, অবস্থা প্রজেক্টরে উপস্থাপন করেন যথাক্রমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ড. মো মহিউদ্দীন এবং নির্বাহী পরিচালক জনাব মো. শামীম আহসান পারভেজ। সে সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব এ কে এম কামরুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. তারিক সাইফুল ইসলাম।

এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দলটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। সে সময় নির্মানাধীন স্থায়ী ক্যাম্পাস প্রজেক্ট উপস্থাপন করেন প্রজেক্ট ডিরেক্টর এ কে এম এবাদত হোসেন। স্থায়ী ক্যাম্পাস প্রজেক্ট পরিদর্শন শেষে দলটি তালাইমারীতে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ভবনের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।