বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং আলোচনা ও মত বিনিময় সভা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং আলোচনা ও মত বিনিময় সভা

গত ১১ ডিসেম্বর সকাল ১১ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সেমিনার কক্ষে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে এ আলোচনা ও মত বিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার জনাব মো. সাজিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানার পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক জনাব শামীম আহসান পারভেজ,  রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন এবং ক্যারিয়ার সেন্টারের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ।

স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর আলোচনার মূল বিষয় ছিল পুলিশের সাথে সর্বস্তরের মানুষের যোগাযোগ বৃদ্ধি করা, মানুষের সাথে এক হয়ে কাজ করা এবং যে কোন সমস্যার দ্রুত সমাধানের পথকে সহজ করা। প্রশ্নোত্তর পর্বে ছাত্রছাত্রীরা অতিথিদের কাছে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এবং অতিথিরাও সে সমস্যার আলোকে সমাধানের দিক নির্দেশনা দেন। আলোচনায় উঠে আসে মাদক, যৌতুক, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহের মত গুরুত্বপূর্ণ বিষয়।