ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত রাজশাহী নগরীর সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে গত ৬ জানুয়ারী ২০২০ইং রোজ সোমবার সকাল ১১টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার কাজলা ভবনে দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। শীতবস্ত্র বিতরণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার ও ট্রেজারার প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম। সে সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. মতিউর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শুরুর পূর্বে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন এবং পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল আওয়াল গরীব দুঃস্থ ও এতিম শীতার্তদের শীতকালীন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আলোকপাত করেন।