বাংলাদেশের প্রথম বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব -১৯ ক্রিকেট দলকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন

বাংলাদেশের প্রথম বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব -১৯ ক্রিকেট দলকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন

প্রথম বারের মত বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ২০২০ এ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। জাতির এই গৌরবজ্জ্বল অর্জন উদযাপনের অংশ হিসেবে গত ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে কাজলা ভবন চত্বর থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিজয়র‌্যালী বের করে। বিজয়র‌্যালী উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। র‌্যালিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে প্যারিস রোড হয়ে পুনরায় কাজলায় ফিরে আসে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদারের নেতৃত্বে বিজয়র‌্যালীতে অংশগ্রহণ করেন সিএসই বিভাগের প্রধান প্রফেসর মো. শহিদ-উজ জামান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ মতিউর রহমান, ক্যারিয়ার সেন্টারের কো-অর্ডিনেটর ড. মো. কামরুজ্জামান, ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর  প্রফেসর ড. একরামুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. হাবিবুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।