তিনজন শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

তিনজন শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর শ্লীলতাহানির গুরুতর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। প্রধান অভিযুক্ত হিসেবে রাবির অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র মাহফুজুর রহমান সারদ (২২) এবং তার সহযোগী হিসেবে অভিযুক্তদের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী রয়েছে এবং বিষয়টি বিচারাধীন থাকার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং এ ঘটনার সার্বিক তদন্ত পূর্বক প্রতিবেদন প্রদানের জন্য তিন সদস্য বিশিষ্টি একটি কমিটি গঠন করা হয়েছে।