গত ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ইং ( ১লা ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ ) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের "ফার্মা বি ক্লাব" আয়োজন করে “বসন্ত উৎসব ১৪২৬”। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্তকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সন্মানিত রেজিষ্ট্রার ডঃ মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানের প্রথমার্ধে সকল শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বসন্ত শোভাযাত্রা। আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রেজিষ্ট্রার মহোদয় এবং বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোঃ একরামুল ইসলাম। বিভাগে অনুষ্ঠিত ইনডোর গেমস, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট; চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। মধ্যাহ্নভোজের পরে গান, নাচ, কবিতা, কৌতুক, গম্ভীরায় সকল শিক্ষার্থীদের সতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক এবং ফার্মা বি ক্লাবের সভাপতি এ.এস.এম. সাখাওয়াত হোসেন এবং কোষাধ্যক্ষ নুজহাত তাসনিম আমীন।