বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ভেষজ বাগান পরিদর্শন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ভেষজ বাগান পরিদর্শন।

গত ১৫ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১২ ও ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের ভেষজ বাগান পরিদর্শন। নাটোর সদরের, লক্ষীপুরহাট ইউনিয়নের খোলাবাড়িয়া ঔষধি গ্রামে অবস্থিত মোঃ জয়নাল আবেদীনের ভেষজ বাগান পরিদর্শনে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ একরামুল ইসলাম, তার সহধর্মিণী শাহনাজ পারভিন (অধ্যাপিকা, রা.বি.), নুজহাত তাসনিম আমীন (প্রভাষক), জ্যোতির্ময় বর্মন (প্রভাষক), মোঃ মনিরুজ্জামান (প্রভাষক) এবং ১২ ও ১৩ তম ব্যাচের সকল শিক্ষার্থী। উপস্থিত দুইজন কৃষি কর্মকর্তা বিভিন্ন ঔষধি গাছ সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য জানাতে সহায়তা করেন তার মধ্যে উল্লেখযোগ্য, উলটকম্বল, অশোক, ঘৃতকুমারী, হাড়জোড়া,  লবঙ্গ, বকফুল, নীল গাছ, শতমূলী,  জাফরান। পুথিগত বিদ্যার পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জন এবং গবেষণায় উদ্বুদ্ধ করতে এই ধরনের কার্যক্রম অনেক উপকারী বলে মনে করেন বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ একরামুল ইসলাম। বাগান পরিদর্শন শেষে তারা নাটোরে অবস্থিত হর্টিকালচার সেন্টারে, চাষকৃত বিভিন্ন ফুল ও ফলের গাছ পরিদর্শন করেন।