বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগে বসন্তবরণ-১৪২৬ উৎযাপন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগে বসন্তবরণ-১৪২৬ উৎযাপন

গত ১৩ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী  বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বসন্তবরণ-১৪২৬ উৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. এম. সাইদুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মতিউর রহমান, অধ্যাপক ড. মোখলেসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিনসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে উল্লেখযোগ্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটোগ্রাফি ও বসন্ত স্টল। উক্ত স্টলগুলো ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীরা রকমারি খাবার, ফুল ও আলপনার সাজে সজ্জিত করেছিল। বিভাগের গুণী শিক্ষক-শিক্ষিকা ও  ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মনোমুগ্ধকর। অনুষ্ঠনের শেষ পর্বে বিভাগের বিভিন্ন সেমিস্টারের  ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বসন্তকে চিত্রিত করে উপস্থাপিত ফ্যাশন শো ছিল  সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।