বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত ব্রেইন অব বরেন্দ্র -এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত ব্রেইন অব বরেন্দ্র -এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গত ১ মার্চ ২০২০ ব্রেইন অব বরেন্দ্র -এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এ ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যানেক্স ভবন চত্বরে আয়োজন করা হয়। রাজশাহী জেলার ১১৫ টি কলেজের প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে দুটি পর্যায় অতিক্রম করে পরবর্তী প্রতিযোগিতার জন্য ৫০ জন শিক্ষার্থী জয়ী হয় । এ ৫০ জন শিক্ষার্থী গতকালের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার করে বানেশ্বর সরকারী কলেজের শিক্ষার্থী রূপ কুমার সরকার। দ্বিতীয় স্থান অধিকার করে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের মো. জায়েদ হাসান এবং তৃতীয় স্থান অধিকার করে শলুয়া ডিগ্রি কলেজের মো. মেহেদী হাসান। প্রথম স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে দেয়া হয় যথাক্রমে স্যামসাং ট্যাব এবং স্যামসাং স্মার্ট ফোন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সে সময় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. এম সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট- এর সম্মানিত মহাসচিব জনাব এ কে এম কামরুজ্জামান খান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সম্মানিত সদস্য কামরুন রহমান খান । উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন সহ বিভিন্ন বিভাগের প্রধান ও কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ।