বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক বিশ্ব নারী দিবস উদযাপন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক বিশ্ব নারী দিবস উদযাপন

প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। বিভাগীয় শিক্ষার্থী রাজিবা রওশন রুমুর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. শহীদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুল্লাহ। বিভাগীয় শিক্ষক সুরাইয়া আকতার শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা উম্মে সালমা বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার উপর বিভিন্ন পরিসংখ্যান ও বাংলাদেশের নারী নির্যাতনের চিত্র উপস্থাপনের পাশাপাশি সহিংসতা নিরসনে করণীয় দিক উপস্থাপন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।