ভারতে ১৩ তম সাউফেস্টে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ

ভারতে ১৩ তম সাউফেস্টে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ

ভারতের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৩ তম দক্ষিণ এশীয় যুব উৎসব(১৩ তম সাউফেস্ট ২০২০) এ অংশগ্রহণ করেছে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী। ভারতীয় বিশ্ববিদ্যালয় সমূহের সংগঠন (এআইইউ) এই উৎসবের আয়োজন করে।


দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা ও সম্প্রতি জোরদার করা সাউফেস্ট এর মূল উদ্দেশ্য। উৎসবে অনুষ্ঠিত কর্মকাণ্ডের মধ্যে মোঃ রাশেদউজ্জামান হিল্লোল (ব্যবসায় প্রশাসন বিভাগ) লাইট ভোকাল ও মর্ডান সং এ, আহনাফ মর্তুজা (ইংরেজি বিভাগ) এ্যালোকিউশন ও ডিবেটে এবং নুঝহাত বিনতে পারভেজ (ইংরেজি বিভাগ) ফোকড্যান্স এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। তাদের সাথে পুরো উৎসবে টিম ম্যানেজার হিসেবে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক নিখাতে জান্নাত বিনতে জিন্নাহ্। ১৩ তম সাউফেস্টে অংশগ্রহণের স্বীকৃতি সরূপ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলকে সার্টিফিকেট, পদক এবং স্মারক প্রদান করা হয়। উক্ত ফেস্টে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, আফগানিস্তান এবং মরিশাসের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রণ করে।