বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগ কর্তৃক বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগ কর্তৃক বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে বাঁচার অন্যতম উপায় হলো বারবার ভালো করে হাত ধোয়া। তাই করোনাভাইরাস সংক্রমণ থেকে মানুষকে রক্ষায় নিজেদের ল্যাবে উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ শুরু করছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ। গতকাল ২০ মার্চ সকাল সাড়ে ১০ টায় এ বিতরণের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার। তিনি বলেন, ‘বিশ্বে করোনাভাইরাসের বিস্তারের প্রভাবে সকলেই এখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় বাজারে হ্যান্ড স্যানিটাইজারের স্বল্পতা এবং মূল্য বৃদ্ধি পাওয়ায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’


সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সময় উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর জনাব প্রফেসর ড. একরামুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীনসহ ফার্মেসী বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।