বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ এবং তাদের চিন্তাভাবনা গুলো নিয়ে সম্পুর্ণ নতুন অভিজ্ঞতায় সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীদের অংশগ্রহণে প্রতি বছরের মত এবারও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ একটু ভিন্ন মাত্রায় আয়োজন করতে যাচ্ছে “Virtual Tech Carnival-2020”.
আগামী ২৯ নভেম্বর, ২০২০ রবিবার, দুপুর ৩ টায় “Virtual Tech Carnival 2020” এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে থাকবেন – জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বাংলাদেশ আইসিটি ডিভিশন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডঃ এম সাইদুর রহমান খান, মাননীয় উপদেষ্টা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন এবং সিএসই বিভাগের প্রধান প্রফেসর ডঃ এম শহীদ-উজ-জামান ।
বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৩৫,০০০ টাকা পুরস্কারের বিপরীতে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে –এবারের প্রতিযোগীতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অধিকাংশ ইভেন্টেই কোন প্রকার 'রেজিস্ট্রেশন ফি' প্রদান করতে হচ্ছেনা।
তাহলে আর দেরি না করে আজকেই প্রতিযোগীতার নিয়ম মেনে রেজিস্ট্রেশন করে ফেলুন এবং নিজের বুদ্ধিও বিষয় ভিত্তিক দক্ষতার পরিচয় দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যান উজ্জ্বল ভবিষ্যতের দিকে।
1. Project Contest
প্রজেক্ট প্রপোজাল জমা দেওয়ার সময়সীমা: ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১১ টা ৫৯ মিনিট
প্রজেক্ট কন্টেস্ট সংক্রান্ত বিস্তারিত তথ্যঃ https://web.facebook.com/deptofcse.vu/posts/172762501169919
2. Idea contest
আইডিয়া জমা দেওয়ার সময়সীমা: ২৭শে নভেম্বর, ২০২০ রাত ১১ টা ৫৯ মিনিট
আইডিয়া কন্টেস্ট সংক্রান্ত বিস্তারিত তথ্যঃ https://web.facebook.com/deptofcse.vu/posts/176570787455757
3. Gaming Contest
রেজিস্ট্রেশন লিংকঃ: https://forms.gle/fXfXAMxPeQuvfysPA
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ: ২৮ নভেম্বর ২০২০ রাত ১১ টা ৫৯ মিনিট
গেইমিং কন্টেস্ট সংক্রান্ত বিস্তারিত তথ্যঃ https://web.facebook.com/deptofcse.vu/posts/176639634115539
4. ICT Olympiad (University)
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/6brVDdYU2kK1eTRv5
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২৬ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট
কলেজিয়েট আইসিটি সংক্রান্ত বিস্তারিত তথ্যঃ https://web.facebook.com/deptofcse.vu/posts/176267124152790
রেজিস্ট্রেশন লিংকঃhttps://forms.gle/XsvoUyditVH14buTA
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৩০ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট
অলিম্পিয়াড সংক্রান্ত বিস্তারিত তথ্যঃ
https://web.facebook.com/deptofcse.vu/posts/177977963981706
5. Programming Contest:
রেজিস্ট্রেশন লিংকঃ: https://forms.gle/UVqGramUnapDbQS37
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২৮ নভেম্বর ২০২০ রাত ১১ টা ৫৯ মিনিট
রেজিস্ট্রেশন লিংকঃ চোখ রাখুন ফেসবুক পেজে
এই“Virtual Tech Carnival 2020” এর মাধ্যমেই হয়ত আমরা সন্ধান পাব আগামীদিনের প্রযুক্তি নির্ভর দেশকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিভাবান শিক্ষার্থীদের। নিজেদের চিন্তা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে যারা আমাদের এনে দেবে বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় উত্তম কোন হাতিয়ার।
পরবর্তী আপডেট এবং বিস্তারিত সময়সূচি সবার আগে পেতে নিয়মিত চোখ রাখুন –
ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/deptofcse.vu/
ইভেন্টের ফেসবুক লিংক –https://web.facebook.com/events/753622288696947/
ওয়েব সাইটঃ http://vu.edu.bd/ এবং https://vu.edu.bd/computer-science-engineering/
অনুষ্ঠান এবং ইভেন্ট এর তারিখসমূহঃ
Contest/Activity Name | Date |
---|---|
Inauguration | 29.11.2020 |
ICT Olympiad (Collegiate) | 28.11.2020 |
Project show | 29.11.2020 |
Idea Contest | 29.11.2020 |
Gaming Contest | 01.12.2020 |
Intra Dept. Programming Contest |
Mock:02.12.2020 Final: 04.12.2020 |
Programming Contest (Collegiate) |
Mock:02.12.2020 Final: 03.12.2020 |
ICT Olympiad (University) | 02.12.2020 |
Prize giving and Concluding Ceremony | 04.12.2020 |