বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২০ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২০ অনুষ্ঠিত
রাজশাহীতে অবস্থিত উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে । অনলাইন সফটওয়ার মাইক্রোসফট টিমস ব্যবহার করে গৃহীত এই নির্বাচনে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মোসা. শারমিন আক্তার, নির্বাচন কমিশনার প্রভাষক মো. বকুল হোসেন। এছাড়াও বিভাগের শিক্ষক প্রভাষক তানিয়া মাহ্জাবিন, মো. আরিফুল ইসলাম ও রওনক আরা পারভীনসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত নির্বাচনে ৬ টি পদে মোট ১৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেন। সভাপতি পদে মো. শারদুল ইসলাম রিপন (১১ তম সেমিস্টার) ও মো. পারভেজ হাসান (৯ম সেমিস্টার); সহ-সভাপতি পদে সাগর বর্মন (৬ষ্ঠ সেমিস্টার), মো. নাহিদ হাসান (৩য় সেমিস্টার) ও মো. হাবিবুর রহমান (৩য় সেমিস্টার); সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম (৯ম সেমিস্টার), মো. আব্দুল্লাহ নাসের (৪র্থ সেমিস্টার), মো. ওমর ফারুক (৩য় সেমিস্টার) ও মো. শান্ত ইসলাম (৩য় সেমিস্টার); সাংগঠনিক সম্পাদক (পুরুষ) পদে মো. রাকিব হোসেন (৯ম সেমিস্টার), শাকিল আহমেদ (৩য় সেমিস্টার) ও আব্দুর রাকিব (৩য় সেমিস্টার); সাংগঠনিক সম্পাদক (নারী) পদে প্রিমা রায় (৩য় সেমিস্টার) ও তহমিনা আক্তার তাহা (৩য় সেমিস্টার) এবং কোষাধ্যক্ষ পদে ফাতেমা আফরিন (৭ম সেমিস্টার) ও রোকসানা খানম (৩য় সেমিস্টার) প্রতিযোগিতা করেন। অদ্য ২৭/১১/২০২০ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল ১১:০০ হতে ১২:৪০ মিনিট পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিকেল ৪:০০ ঘটিকায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মো. শারদুল ইসলাম রিপন (১১ তম সেমিস্টার), সহ-সভাপতি পদে সাগর বর্মন (৬ষ্ঠ সেমিস্টার), সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক (৩য় সেমিস্টার), সাংগঠনিক সম্পাদক (পুরুষ) পদে মো. রাকিব হোসেন (৯ম সেমিস্টার), সাংগঠনিক সম্পাদক (নারী) পদে তহমিনা আক্তার তাহা (৩য় সেমিস্টার) এবং কোষাধ্যক্ষ পদে রোকসানা খানম (৩য় সেমিস্টার) জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সমাজবিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান । ফলাফল ঘোষণা শেষে সবাইকে অভিনন্দন জানিয়ে নির্বাচনের ফলাফল প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।