অদ্য ৫/১২/২০২০ রোজ শনিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইড ক্লাবের উদ্যেগে “আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন ২০২০ এবং পরবর্তী ঘটনাপ্রবাহ” শীর্ষক ওয়েবিনার এর আয়োজন করা হয়। উক্ত ওয়েবিনার এর কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর মো: শহিদুর রহমান। সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ্। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভাগের প্রভাষক সুরাইয়া আকতারের সঞ্চালনায় প্রফেসর ড. মাহবুবুর রহমান তার বক্তব্যে “যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ২০২০ সালের নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার ব্যাখ্যা উপস্থাপন করেন। ইসরাইল, ইরান, চীন, রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের নীতির সংঙ্গে ট্রাম্প পরবর্তী নীতির তুলনা করেন।” বক্তব্য শেষে ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।