দেশে চলছে কনকনে শীত, ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগও বাড়ছে। এসব দরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। গত ১২ ডিসেম্বর ২০২০, শনিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ্, প্রভাষক রাশিদুজ্জামান ও বিভাগের শিক্ষার্থীরা।