গত ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, রাত ৮:৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার কথন” শিরোনামে লাইভ ওয়েবিনারের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও ইংরেজি বিভাগের প্রধান- প্রফেসর মোঃ শহীদুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মিফতাহুল জান্নাত মৌনী, এবং অতিথি বক্তা হিসেবে বিভাগের প্রাক্তন দুই ছাত্র আরিফুল ইসলাম যিনি “অগ্রযাত্রা” এনজিওর ম্যানেজার পদে কর্মরত আছেন; এবং সাবরিয়ার কবির, যিনি জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত আছেন। প্রফেসর মোঃ শহীদুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় । সম্পূর্ণ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন মিফতাহুল জান্নাত মৌনী; তিনি সঞ্চালনার সাথে ক্যারিয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও প্রদান করেন। অতিথি বক্তারা তাদের অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি বিভাগে বর্তমান অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন উপদেশ দেন। অনুষ্ঠানে বিভাগীয় অন্যান্য শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল, তারা কমেন্ট-বক্সে বিভিন্ন গুরুত্বপূর্ন প্রশ্ন করেছিলেন এবং অতিথিরা সেসবের যথাযথ উত্তর প্রদান করেন। পরিশেষে, প্রফেসর শহীদুর রহমান সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ঘন্টাখানেক দীর্ঘ এই লাইভ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।