বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য, দেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও লেখক-গবেষক প্রফেসর ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে।
তাঁর মৃত্যুতে আমরা এমন একজন অগ্রগণ্য ইতিহাসবিদ, বিশিষ্ট বুদ্ধিজীবী, মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষককে হারালাম যা দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সিন্ডিকেট সদস্য থাকাকালে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উনড়বত করার ক্ষেত্রে আন্তরিকভাবে ভুমিকা পালনের চেষ্টা করেছেন যা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।