ফার্মেসী বিভাগের ৯ম ব্যাচের কোর্স এন্ডিং ডে

ফার্মেসী বিভাগের ৯ম ব্যাচের কোর্স এন্ডিং ডে

গত ২৩/০১/২০২১ইং, রোজ শনিবার, সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়াল প্লাটফর্ম মাইক্রোসফট টিমস এর মাধ্যমে ফার্মেসী বিভাগের ৯ম ব্যাচের কোর্স এন্ডিং ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম  পর্বের উপস্থাপনায় ছিল রুখশানা রুবাইয়া স্মরণী (১১তম ব্যাচ) এবং মোঃ মেহেদী হাসান বাবু (১৪তম ব্যাচ। প্রথমে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ৯ম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফজলুর রহমান সাব্বির তাদের ভার্সিটি জীবনের যাত্রা সম্পর্কে স্মৃতিচারণ করে একটি ভিডিও প্রদর্শন করে। বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০ম ব্যাচের শিক্ষার্থী মুনিরা মোরশেদ ৯ম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়। এরপর ৯ম ব্যাচের শিক্ষার্থী সানজিদা মোনিরা তাদের ব্যাচের পক্ষ থেকে বক্তব্য দেয়। এরপর বিদায়ী ব্যাচের ব্যাচ শিক্ষক জ্যোতির্ময় বর্মন বক্তব্য দেন। বক্তব্যের পাশাপাশি তিনি ৯ম ব্যাচের ১১জন শিক্ষার্থীকে তাদের বিভিন্ন বিষয়ে কৃতিত্বের জন্য অনলাইন সার্টিফিকেট  প্রদান করা করেন। পরবর্তীতে বিভাগের নব-নিযুক্ত কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ ৯ম ব্যাচের উদ্দেশ্যে কিছু কথা বলেন। তিনি আরও জানান যে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অ্যালামনাই কমিটি গঠনের প্রস্তুতি চলছে। উক্ত কমিটি যুক্ত ফ্যাকাল্টি মেম্বারদের নামও তিনি উল্লেখ করেন। এরই মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হয়।  

দ্বিতীয় পর্বটি ছিল সাংস্কৃতিক পর্ব। এ পর্বের উপস্থাপনায় ছিল এফ.এন. রোজমা অর্থী (১১তম ব্যাচ) এবং মোঃ মেহেদী হাসান বাবু (১৪ তম ব্যাচ। প্রথমে গান উপস্থাপন করে ৯ম ব্যাচের শিক্ষার্থী মৌমিতা আক্তার বাবলি। এরপর নৃত্য পরিবেশন করে ১১তম ব্যাচের  শিক্ষার্থী রাসনা শারমিন বিনতে জামান আরাধনা। পরবর্তীতে গান নিয়ে আসে ১৪তম ব্যাচের শিক্ষার্থী রিফাত রেজা। মাঝপথে আরেকটি স্লাইড শেয়ার করে ৯ম ব্যাচের শিক্ষার্থী ফজলুর রহমান সাব্বির। এতে ৯ম ব্যাচের বিভিন্ন শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস  ও বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রাপ্তিগুলো দেখানো হয়েছে। পরবর্তীতে ৯ম ব্যাচের পক্ষথেকে আরও কিছু শিক্ষার্থী স্মৃতিচারণ করে। তাদের সাথে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও ভাব বিনিময় করে। এরপর করোনা প্রতিরক্ষায় সবার উদ্দেশ্যে বার্তা প্রদান করা হয়, বার্তাটি এমন- “To protect corona follow the “SMS”(S for Social Distancing, M for Mask wearing, S for Sanitize your hand)”। সবশেষে ৯ম ব্যাচের শিক্ষার্থীদের মঙ্গল এবং তাদের ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা রেখে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।