বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

গত ১ ফেব্রুয়ারী ২০২১, সোমবার, রাত ৮:৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগেক্যারিয়ার কথনশিরোনামে লাইভ ওয়েবিনারের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত  উপ-উপাচার্য ও ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়। অনুষ্ঠানে সম্পুর্ণ সময় জুড়ে উপস্থাপিকার দায়িত্ব পালন করেন বিভাগের লেকচারার মিফতাহুল জান্নাত মৌনী। এ ওয়েবিনারের মূল আলোচ্য বিষয় ছিলো ব্যাংকিং। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবাকিনা মোস্তফা, প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক, রাজশাহী এবং বিভাগের প্রাক্তন ছাত্রী সাবিবা ইসলাম তনি যিনি জুনিয়র অফিসার হিসেবে ডাচ বাংলা ব্যাংক, ঢাকায়  কর্মরত আছেন। অতিথি বক্তারা ব্যাংকিং এর প্রস্তুতির জন্য অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি তাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। সম্পুর্ণ অনুষ্ঠানটি বিভাগের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। বিভাগে বর্তমান কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ অনুষ্ঠানে দেখা গিয়েছিলো; এবং ছাত্র-ছাত্রীরা কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন করেন ক্যারিয়ার বিষয়ক এবং অতিথিরা সেসব প্রশ্নের যথাযোগ্য উত্তর প্রদান করেন। এই লাইভ অনুষ্ঠান এ অতিথিরা প্রায় দেড় ঘন্টা ধরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করেন, এবং আলোচনা শেষে প্রফেসর মোঃ শহীদুর রহমান অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।