ফার্মেসী বিভাগের Students Quality Circle (SQC) এর বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ।

ফার্মেসী বিভাগের Students Quality Circle (SQC) এর বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ।

ফার্মেসী বিভাগে গত ২৭ জানুয়ারি ২০২১, বুধবার SQC Program Summer-2020  এর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিভাগের কো অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ । এর আগে গত ১৪ ই জানুয়ারি ২০২১ Summer-2020 সেমিস্টার রিপোর্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিটি SQC গ্রুপ তাদের বিগত সেমিস্টারের কার্যক্রম মিটিং এ উপস্থিত সকলের সামনে তুলে ধরে। এর ওপর ভিত্তি করে বিচারকগণ চ্যাম্পিয়ন গ্রুপ Actinium (9th batch, 8th semester) এবং যুগ্মভাবে রানারআপ গ্রুপ Team Triage (11 batch, 6th semester) ও Friends Helping Squad (15th batch, 2nd semester, section-A) নির্বাচন করেন । সেই সাথে সকল SQC মেম্বারদের তাদের কাজের সম্মানসরুপ সার্টিফিকেট প্রদান করা হয়।

Student Quality Circle, বা SQC যা শিক্ষার্থীদের কল্যাণার্থে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের একটি উদ্যোগ। এটি আন্তজার্তিক বিভিন্ন বহুজাতিক কোম্পানিওসহ বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচলিত আছে। ফার্মেসী বিভাগের প্রভাষক জ্যোতির্ময় বর্মনের উদ্দ্যোগে এটি ৩০শে জুলাই ২০২০ সালে তদকালীন কো অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ একরামুল ইসলাম স্যারের মাধ্যমে যাত্রা শুরু করে।  

ফার্মেসী বিভাগে প্রত্যেকটি সেমিস্টার অনুসারে Summer-2020 তে মোট ১০টি SQC গ্রুপ গঠিত হয়েছিল। এই ১০টি গ্রুপ হলো -

1. Hydrogen Bond (1st semester)

2. Friends Helping Squad (2nd semester-A)

3. Seven Starlit (2nd semester-B)

4. Beta Blockers (3rd semester)

5. Brain Messiah's (4th semester-A)

6. Team Management (4th semester-B)

7. Durgome Durbar (5th semester)

8. Team Triage (6th semester)

9. Mountain Souls (7th semester)

10. Actinium (8th semester)

SQC ১০টি গ্রুপের কার্যক্রম সমূহ -

১। Facilitator বা ব্যাচ টিচার এর সাথে যাবতীয় সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে তার সমাধান করা।

২। অনলাইন পরীক্ষার আগে ট্রেইনিং সেশনের আয়োজন করে বিভিন্ন পরামর্শ দান করা।

৩। অনলাইন ক্লাস এবং পরীক্ষায় যেনো সহপাঠীদের কোনো সমস্যা না হয়, সবাই যেনো নির্বিঘ্নে ক্লাস করতে পারে এবং   স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিতে পারে এই উদ্দেশ্যে SQC সদস্যরা কাজ করে।

৪। SQC সদস্যরা নির্দিষ্ট তারিখে গ্রুপ স্টাডি করে থাকে।

৫। প্রত্যেক মাস শেষে SQC সদস্যরা মিটিং আয়োজনের মাধ্যমে, সেই মাসের ক্লাস সংখ্যা, ক্লাসটেস্ট সংখ্যা, অ্যাসাইনমেন্ট সংখা, তাদের কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা সমূহ শ্রদ্ধেয় কো অর্ডিনেটরের কাছে তুলে ধরা।

 SQC যে সকল সমস্যা গুলো সমাধান করে -

১। শিক্ষার্থীদের ক্লাসের উপস্থিতি প্রদান সংক্রান্ত কোনো সমস্যা হলে লিংক সরবরাহের মাধ্যমে সমাধান করে থাকে SQC।

২। ক্লাসে যোগদান সংক্রান্ত সমস্যা দেখাদিলে তৎক্ষণাৎভাবে SQC সদস্যরা ইনভাইট এর মাধ্যমে যোগদানে সাহায্য করে। 

৪। অ্যাসাইনমেন্ট তৈরী এবং জমাদান সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে SQC সদস্যরা সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে।

৫। শিক্ষার্থীদের আর্থিক সমস্যা সহ অন্যান্য যাবতীয় সমস্যা শিক্ষকদের  সামনে তুলে ধরে, যাতে শিক্ষকরা সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে।

৬। সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাইক্রোসফট টিম, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ই মেইল এবং রিসার্চ সংক্রান্ত প্রশিক্ষণের মাধ্যমে সমাধান দিয়ে থাকে।

৭। জ্ঞানের পরিধি বাড়ানোর লক্ষ্যে সাপ্তাহিক কুইজ আয়োজন করা ।

সেমিনারসমূহঃ

১। An overview of e-skill

তারিখঃ ২১/০৮/২০২০

২। Approach to Read and Write a research article.

তারিখঃ ২৮/০৮/২০২০

৩। Microsoft word office: PowerPoint and E-mail Writing.

তারিখঃ ২/১০/২০২০

৪। Road to Scholarship:  A detail discussion about Scholarship process

তারিখঃ ৩০/১০/২০২০

৫। Scope and Preparation for Govt. Job from Pharmacy.

তারিখঃ ১৩/১১/২০২০

৬। Industrial Job for Pharmacist: Opportunity, Challenge and Way to Reach

তারিখঃ ২৭/১১/২০২০

পুরষ্কার বিতরণী শেষে ফার্মেসি বিভাগের কো অডিনেটর ডঃ তারান্নুম নাজ SQC সম্পর্কে তার মনোভাব ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করে উক্ত অনুষ্ঠানের এর সমাপ্তি ঘোষণা করেন।