সমগ্র বিশ্বে কোভিড পরিস্থিতি ও কোভিড-১৯ ভ্যাকসিন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। তারই প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারী ২০২১ (রবিবার) সন্ধ্যা ৭.০০ টায়. ফার্মেসী বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক "COVID-19 Vaccine: Is it safe? Will it work? " শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারের (মাইক্রোসফট টিমস) আয়োজন করা হয়। সেমিনারটি সঞ্চালনায় ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক নুরুন্নাহার ও সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে সেমিনারটি সম্পন্ন হয় এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ সম্প্রচারিত হয় https://www.facebook.com/vupharmacyofficial/
সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মোনালিসা মনোয়ার এবং সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শনের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ বিশেষত ফার্মেসী বিভাগ সম্পর্কে তথ্য প্রদান করেন প্রভাষক নুজহাত তাসনিম আমিন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান খান, চেয়ারম্যান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এবং চেয়ারম্যান, রানার গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ওসমান গণি তালুকদার, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড.তারিক সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর রশিদুল হক, পিএইচডি এবং ভারপ্রাপ্ত উপ- উপাচার্য প্রফেসর মোঃ শহিদুর রহমান।
মূল বক্তা হিসেবে সেমিনারে বক্তব্য প্রদান করেন অধ্যাপক বে-নজির আহমেদ, কান্ট্রি লিড, এসকেন্ড বাংলাদেশ প্রাক্তন পরিচালক, রোগ নিয়ন্ত্রণ, লাইন পরিচালক, সিডিসি, বাংলাদেশ। তিনি কোভিড-১৯ ভ্যাক্সিন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বার্তা তুলে ধরেন (আইডিয়াল ভ্যাক্সিনের বৈশিষ্ট্য, সেইফটি, ভ্যাকসিন ট্রায়ালের স্টেজ সম্পর্কিত তথ্য ইত্যাদি) এবং শাহ আলম ভূঁইয়া, আরপিএইচ, পিএইচডি, ইনচার্জ ও মালিক স্টার ফার্মেসী, ওয়ারেন, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র, প্রাক্তন বিশ্ববিদ্যালয় অনুষদ-আইইউপিইউআই (মার্কিন যুক্তরাষ্ট্র), ইউটোকিও (জাপান), আরইউ (বাংলাদেশ) । তিনিও কোভিড-১৯ এর বিভিন্ন ভ্যাক্সিনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. রশিদুল হক কোভিড-১৯ ভ্যাক্সিন এর সেইফটি এবং কার্যকারিতা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও তিনি সেমিনারে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের তথ্যবহুল উত্তর ও বৈজ্ঞানিক ব্যাখা প্রদান করেন।
উক্ত সেমিনারে বক্তারা কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সীমাবদ্ধতা সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং এটিকে নিরাপদ ভ্যাকসিন হিসেবে অভিহিত করেন। অনলাইনভিত্তিক এই সেমিনারটি জনগণকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।সেমিনারটির সভাপতিত্ব করেন প্রফেসর তারান্নুম নাজ, পিএইচডি কো-অর্ডিনেটর, ফার্মেসী বিভাগ,
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং তিনি তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করার মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন