ফার্মেসী বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

ফার্মেসী বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

গত ১১-০৪-২০২১ ইং তারিখ রবিবার "ফার্মা বি" ক্লাব আয়োজিত ফার্মেসী বিভাগের ১৭ তম ব্যাচের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।  প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সন্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোখলেসুর রহমান উপস্থিতিতে এবং  ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর ও "ফার্মা বি" ক্লাবের এডভাইজার ড. তারান্নুম নাজ এর সভাপতিত্বে বিকাল ৪.৩০ মিনিটে  অনুষ্ঠানটি ভার্চুয়াল প্লাটফর্ম মাইক্রোসফট টিমসে শুরু হয় পাশাপাশি ফার্মেসী বিভাগের অফিশিয়াল ফেসবুক পেইজ এর মাধ্যমে  লাইভ সম্প্রচার করা হয়। অনুষ্ঠানকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছিলো, প্রথম পর্বের সঞ্চালনায় ছিলো ইয়াসিন আলী মিলন ও ফাতিমা সুলতানা (১৫ তম ব্যাচ)।অনুষ্ঠানের শুরুতেই ফার্মেসী বিভাগের প্রভাষক ও বর্তমান "ফার্মা বি" ক্লাবের প্রেসিডেন্ট জ্যোতির্ময় বর্মন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ফার্মেসী বিভাগ নিয়ে একটি প্রেজেন্টশন প্রদর্শন করেন। যার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয় ও বিভাগর বিভিন্ন সুবিধসমূহ এবং "ফার্মা বি" ক্লাবের কার্যক্রম তুলে ধরেন। এরপরে নবীনদের পরিচয় পর্ব শুরু হয় এবং ১৭ তম ব্যাচের মধ্যে থেকে ফরহাদ হোসেন তার অনুভূতি ব্যক্ত করে। পরবর্তীতে ফার্মেসী বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ নবীন শিক্ষার্থীদের সাথে পরিচিত হন এবং তাদের বিভাগে স্বাগত জানানো হয়। বর্তমান শিক্ষার্থীদের মধ্য হতে ১০ম ব্যাচের ছাত্রী ফাতেমা-তুজ-জোহরা শুভেচ্ছা বক্তব্য দেয়। এরপরে ফার্মেসী বিভাগের সহকারি অধ্যাপক ও ১৭ তম ব্যাচের ব্যাচটিচার মো. মাহবুবুর রহমান নবীনদের উদ্দ্যেশ্যে শিক্ষনীয় ও অনুপ্রেরণা মূলক বক্তব্য দেন। পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সন্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোখলেসুর রহমান বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি তার অতীত জীবনের অভিজ্ঞতার কিছু কথার পাশাপাশি নবীনদের জন্য গুরুত্বপূর্ণ নানাবিধ পরামর্শ প্রদান করেন ।  প্রথম পর্বের সবশেষে বক্তব্য প্রদান করেন ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর ও "ফার্মা বি" ক্লাবের এডভাইজার ড. তারান্নুম নাজ বক্তব্য দেন । তিনি ফার্মাসিস্টদের বর্তমান অবস্থান তুলে ধরেন এবং নবীদের দক্ষ ফার্মাসিস্ট হবার জন্য ভবিষ্যৎ দিকনির্দেশনার পাশাপাশি ভালো মানুষ হবার পরামর্শ দেন ।   

পরবর্তী পর্ব মনোঙ্গ সাংষ্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করে রুখশানা রুবাইয়া (১১ তম ব্যাচ) ও আইনুন নাহার (১৩ তম ব্যাচ) । এ পর্বের প্রথমে কবিতা আবৃত্তি উপস্থাপন করে উম্মে সুমাইয়া মায়া (১৬ তম ব্যাচ) ও গান পরিবেশন করে অর্পিতা রানী (১৫ তম ব্যাচ)। পরবর্তীতে নাচ প্রদর্শন করে সাবিহা ফারজানা (১২ তম ব্যাচ)। এরপরে কবিতা আবৃত্তি করে সাদিয়া জান্নাত মীম (১৫ তম ব্যাচ) ও গান পরিবেশন করে জাইমা জারনাস খান (১৩ তম ব্যাচ)। সবশেষে চমৎকার একটি নৃত্য পরিবেশন করে "ফার্মা বি" ক্লাবের বর্তমান সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক রাশনা শারমিন আরাধনা (১১তম ব্যাচ) । তারপর সঞ্চালক সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।