বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ কর্তৃক আয়োজিত ওয়েবিনার "How to Build A Successful Career in Pharmaceutical Company?" অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ কর্তৃক আয়োজিত ওয়েবিনার "How to Build A Successful Career in Pharmaceutical Company?" অনুষ্ঠিত

সারা বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ মহামারীতে পুরো বিশ্ব থমকে আছে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনা ভাইরাসের ভয়াল থাবায় স্তম্ভিত। ১৭ মার্চ ২০২০ থেকে সমগ্র দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও, শিক্ষা কার্যক্রম এর ধারা অব্যাহত রাখতে চলছে অনলাইন ক্লাস। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের পাশাপাশি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে কার্যকরী বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছে এই অনলাইন মাধ্যমেই। তারই ধারাবাহিকতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ গত ১৭ ই এপ্রিল ২০২১ আয়োজন করে একটি বিষয়ভিত্তিক ওয়েবিনার। "How to Build A Successful Career in Pharmaceutical Company?" শীর্ষক ওয়েবিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম, যিনি বর্তমানে ডি.বি.এল. ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন, এবং আরো উপস্থিত ছিলেন জনাব শাহীন কাদের, যিনি বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাবনায় কোয়ালিটি অ্যাসুয়েরেন্স ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর মোঃ শহিদুর রহমান এবং অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ফার্মেসি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি মাইক্রোসফট টিমস সফটওয়্যার এর মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং ফার্মেসি বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি লাইভের মাধ্যমে প্রচারিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফার্মেসি বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা খাতুন এবং ৭ম সেমিস্টারের শিক্ষার্থী আবু সায়েম। অনুষ্ঠানের শুরুতেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ফার্মেসি বিভাগের কার্যক্রম সংক্রান্ত একটি সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগের লেকচারার ড. মোসাঃ হাজেরা খাতুন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মোঃ শহিদুর রহমান তার বক্তব্যের মাধ্যমে ফার্মেসি বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরবর্তীতে মূল আলোচকবৃন্দ তাদের তথ্যবহুল, সহজবোধ্য, প্রাঞ্জল এবং সচিত্র প্রেজেন্টেশন এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। অবশেষে ফার্মেসি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ অনুষ্ঠানটি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করেন।