গত ২৪ এপ্রিল ২০২১ রোজ শনিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্দোগে অনুষ্ঠিত হল সচেতনতা মুলক অনলাইন আলোচনা সভা "করোনা ভাইরাস ও অন্যান্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষায় জনসচেতনতা ও আমাদের করণীয়"।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোখলেসুর রহমান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর মো. শহীদুর রহমান।অনুষ্ঠানে করোনা ভাইরাস মহামারী ও অন্যান্ন বিভিন্ন সংক্রামক রোগ, প্রতিরোধ, প্রতিকার ও গণসচেতনতা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানটির প্রধান আলোচক মো. শফিকুর রহমান (সম্মানিত পরামর্শদাতা, সংক্রামক রোগ নিয়ন্ত্রন শাখা, ডিজিএইচএস)।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ফয়জার রহমান।
অনুষ্ঠানটি সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সত:স্ফুর্ত অংশগ্রহণে পরিচালিত হয়।