বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের সামার-২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের সামার-২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

করোনা মহামারীর কারনে অনলাইনে মাইক্রোসফট টিমসের মাধ্যমে গত ১৭ জুন ২০২১,  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের সামার-২০২১ সেমিষ্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা মো. মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শহিদুর রহমান এবং সভাপতি হিসেবে যুক্ত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপ-উপাচার্য বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ ইতিমধ্যেই তার যোগ্যতা প্রমাণ করেছে। তিনি বলেন, আইন হল একটি সুপ্রাচীন বিষয়। শিক্ষার্থীদের উচিত ক্লাশের প্রতি খুব মনোযোগী হওয়া।' তিনি আশা ব্যক্ত করেন যে, আগামী বছরের জুন-জুলাই এর মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম চালাতে সক্ষম হবে। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় খুব অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলে, 'তোমরা এমন ভাবে পড়াশোনা কর যেন এই বিশ্ববিদ্যালয় তোমাদেরকে নিয়ে গর্ব করে বলে যে তোমরা আমাদের শিক্ষার্থী।' অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিভাগের কো-অর্ডিনেটর বলেন, 'তোমাদের সব সময় মানবিক হতে হবে। তিনি বলেন তোমাদের আগেকার যুগের মত পুরোনো ধ্যান-ধারণায় বিশ্বাসী আইনজীবী হলে হবে না বরং তোমাদের হতে হবে ইনোভেটিভ।' তিনি আরও বলেন, 'তোমাদের মধ্যে প্রতিভা আছে, সেগুলো তোমরা কাজে লাগাবে এবং লেখাপড়ার পাশাপাশি মুট কোর্ট, খেলা, বিতর্ক প্রতিযোগীতা ইত্যাদিতে নিজেকে নিয়োজিত রাখবে।'

সবশেষে ভার্চুয়াল ফুল বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটে ।