বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সামার-২০২১ সেমিস্টারের 'নবীন বরণ' অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সামার-২০২১ সেমিস্টারের 'নবীন বরণ' অনুষ্ঠিত

গত ২০ জুন, ২০২১ রোজ রবিবার, বিকাল ৪ঃ০০ ঘটিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সামার-২০২১ সেমিস্টারের 'নবীন বরণ অনুষ্ঠান' অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারীর কারণে অনলাইনে মাইক্রোসফট টিমসের মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ শহীদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপ-উপাচার্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম তথা কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুতিকল্পে সমাজবিজ্ঞান বিভাগের পরিচালিত বিভিন্ন কর্মকান্ডগুলো তুলে ধরেন। তিনি বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা সমাজ যেন উপকৃত হতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সমাজবিজ্ঞান বিভাগ। এছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও সমাজবিজ্ঞান বিভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়নের তাৎপর্য আলোচনা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান অর্জনের বিশাল স্থান ও জ্ঞান বিনিময়ের কেন্দ্র হিসেবে অভিহিত করেন। এছাড়া অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত হয়।