গত ২০/৬/২০২১ রোজ রবিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইড ক্লাবের উদ্যেগে “ক্যারিয়ার আড্ডা” শীর্ষক ওয়েবিনার এর আয়োজন করা হয়। উক্ত ওয়েবিনার এর কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবু সুফিয়ান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: মোখলেসুর রহমান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর মো: শহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ্। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভাগের প্রভাষক সুরাইয়া আকতারের সঞ্চালনায় প্রভাষক আবু সুফিয়ান তার বক্তব্যে “ শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন।” বক্তব্য শেষে ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।