বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গত ২২/৬/২০২১ রোজ মঙ্গলবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইড ক্লাবের উদ্যেগে আয়োজিত আন্তঃবিভাগ অনলাইন কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। তিনটি ধাপের বাছাইপর্ব অতিক্রম করে তিনজন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার সুযোগ পান। চূড়ান্ত পর্বে মোট ছয়টি রাউন্ডে প্রতিযোগিতা হয়। প্রতিটি রাউন্ডেই প্রতিযোগিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দীর্ঘপথ পাড়ি দিয়ে কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিভাগের একাদশ সেমিস্টারের ছাত্র আশরাফুল ইসলাম, ১ম রানারআপ হন পঞ্চম সেমিস্টারের ছাত্রী জেরিন ইয়াসমিন এবং ২য় রানারআপ হন অস্টম সেমিস্টারের ছাত্রী মোসাঃ সাবিনা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ্। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা, মননশীলতা ও প্রতিভাকে আরো শাণিত করতে পারবে এবং ভবিষ্যৎ চাকরির পরীক্ষায় প্রতিভার প্রকাশ ঘটাবে। তিনি বিভাগের শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন” । অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় প্রভাষক রাশিদুজ্জামান।