গত ১৩/০৭/২০২১ ইং, রোজ মঙ্গলবার, দুপুর ১২টায় ভার্চুয়াল প্লাটফর্ম মাইক্রোসফট টিমস এর মাধ্যমে "ফার্মা বি" ক্লাব আয়োজিত ফার্মেসী বিভাগের ১০ম ব্যাচের কোর্স এন্ডিং ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ। উপস্থাপনায় ছিল শারমিন ইসলাম রিয়া (১৪তম ব্যাচ) এবং মোঃনাহিম সরোয়ার ইমন (১৫তম ব্যাচ) প্রথমে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে ১১ম ব্যাচের শিক্ষার্থী বেহেস্তি মরিয়ম ১০ম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়।এরপর ১০ম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃসোহানুর রহমান তাদের ভার্সিটি জীবনের যাত্রা সম্পর্কে স্মৃতিচারণ করে। পরবর্তীতে ফ্যাকাল্টি মেম্বারদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোনালিসা মনোয়ার। এরপরে বিদায়ী ব্যাচের উদ্দেশ্যে প্রভাষক ও "ফার্মা বি" ক্লাবের প্রেসিডেন্ট জ্যোতির্ময় বর্মন বক্তব্য প্রদান করেন। এ পর্যায়ে ১০ম ব্যাচের তিনজন শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের (Most attentive student, Most Regular student and Most organized activist) উপর ভিত্তি করে অনলাইন সার্টিফিকেট প্রদান করা হয়। পরবর্তীতে বিভাগের সন্মানিত কো-অর্ডিনেটর ও "ফার্মা বি" ক্লাবের এডভাইজার প্রফেসর ড. তারান্নুম নাজ ১০ম ব্যাচের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতেও সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এরই মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে দ্বিতীয় পর্বের শুরু হয়। এ পর্বের প্রথমে গান উপস্থাপন করে ১৩ তম ব্যাচের শিক্ষার্থী জাইমা জার্নাস খান। এরপর নৃত্য পরিবেশন করে ১১তম ব্যাচের শিক্ষার্থী রাসনা শারমিন বিনতে জামান আরাধনা। পরবর্তীতে শিক্ষকরা ১০ম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও কিছু স্মৃতিচারণ করেন ও তাদের সাথে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও ভাব বিনিময় ও স্মৃতিচারণ করে। এরপর সবার উদ্দেশ্যে বার্তা প্রদান করা হয়, বার্তাটি এমন- “Set your goals high and always dream big; Because you're only, As big as the dreams, You dare to live)”। সবশেষে ১০ম ব্যাচের শিক্ষার্থীদের মঙ্গল এবং তাদের ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা রেখে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।