বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ ওমর সুলতানের অকালমৃত্যুতে ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল্ অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোকসভায় কোরআন তিলাওয়াত করে মোঃ কুতুব উদ্দীন। উক্ত সভায় মরহুমের স্মৃতিচারণ করে বিভাগের শিক্ষার্থী হাসিব, সাবিনা খাতুন, আশরাফুল, অনু রানি, কুতুব উদ্দীন, মাইদুল হাসান, কিবরিয়া, সাদিয়া বিনতে সুলতান, ফিরোজ, আব্দুল্লাহ আল হাসান, মালিহা জাহান। শিক্ষকদের মধ্যে থেকে স্মৃতিচারণ করেন প্রভাষক রাশিদুজ্জামান, উম্মে সালমা, সুরাইয়া আকতার, তাছলিম হাসান, এরশাদুল হক।
উক্ত শোকসভায় উপস্থিত থেকে মরহুমের বিষয়ে স্মৃতিচারণ করেন তার পিতা মোঃ সোহরাব আলী। উক্ত সভায় বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ্ মরহুমের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ এবং আত্মার মাগফিরাত কামনা করেন। উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে সঞ্চালনা করে মোঃ জাহিদ হাসান।