গত ১ আগস্ট ২০২১ এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে প্রফেসর ড. আশিক মোসাদ্দিক-কে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মো. আব্দুল হামিদ নিয়োগ প্রদান করেন। পরবর্তীতে ৪ আগস্ট ২০২১ প্রফেসর ড. আশিক মোসাদ্দিক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহন করেন।
৫ আগস্ট ২০২১, বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে যথাবিহিত স্বাস্থ্যবিধি অনুসরন করে সীমিত পরিসরে উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিককে শুভেচ্ছা প্রদান করেন ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর ড. তারান্নুম নাজ। সে সময় আরো উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ। শোকের মাস আগস্ট বিবেচনায় রেখে ফুলেল শুভেচ্ছার পরিবর্তে মৌসুমি ফলের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মহামান্য রাষ্ট্রপতি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তার প্রতি আস্থা রেখে উপ-উপাচার্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।