আমরা গভীর দুঃখ ও বেদনার সাথে জানাচ্ছি যে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক-এর পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন আজ (৩ অক্টোবর) দুপুর ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মৃত্যুতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে।
অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন ১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদানের মাধ্যমে অধ্যাপনা জীবন শুরু করেন। দীর্ঘ প্রায় ৩৯ বছর অধ্যাপনা শেষে ২০০৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।
তাঁর মৃত্যুতে আমরা এমন একজন মেধাবী অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদকে হারালাম যা দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।