গত ০১ অক্টোবর ২০২১, সন্ধ্যা ৭ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত "First Alumni Festival 2021" শীর্ষক আয়োজনের। ভার্চুয়াল মাধ্যম জুম ক্লাউড মিটিং এর মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় এবং ফার্মেসী বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ এর মাধ্যমে প্রচারিত হয়। উক্ত আয়োজনে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, এবং বিভিন্ন ব্যাচের অ্যালামনাই। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১৫ তম ব্যাচের তাসবিউল ইসলাম এবং গীতা পাঠ করেন ১৫ তম ব্যাচের তনুশ্রী সাহা। পরবর্তীতে বিভাগের প্রভাষক নুজহাত তাসনিম আমীন ফার্মেসী বিভাগের কার্যক্রম ও স্মৃতিচারণ মূলক একট ভিডিও প্রদর্শন করেন এবং সেই সাথে বিভাগের সহকারী অধ্যাপক খাদিজা খানম তার প্রাঞ্জল বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই পর্যায়ে সর্বপ্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ কমিটির নাম ঘোষনা করেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ। অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ কমিটির নবনিযুক্ত প্রেসিডেন্ট ১ম ব্যাচের শিক্ষার্থী অনুপ কুমার এবং সেক্রেটারি জেনারেল ২য় ব্যাচের রানা হামিদ তাদের বক্তব্যের মাধ্যামে বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সম্মিলিত ভাবে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন। পরবর্তীতে ফার্মেসী বিভাগের সর্বপ্রথম কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত থাকা সময়ের স্মৃতিচারণ করেন অনুষ্ঠানের গেস্ট অফ অনার প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। তার বক্তব্যের মাঝে প্রকাশ পায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কে নিয়ে তার স্বপ্ন এবং বাস্তবতায় রুপ দেয়ার দিক নির্দেশনা, এবং নবগঠিত অ্যালামনাই আসোসিয়েশন এর প্রতি তার শুভকামনা। আনুষ্ঠানিক পর্বের শেষ অংশে বক্তব্য প্রদান করেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ, যার উদ্দ্যেগ ও প্রচেষ্টায় সম্ভব হয়েছে এই মিলনমেলা। এই অনুষ্ঠানকে তিনি একটি আনন্দ উৎসব বলে মনে করেন এবং তার বক্তব্যে প্রকাশ পায় বিগত ব্যাচের শিক্ষার্থীদের সাথে বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরীর নির্দেশনা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিভাগের উত্তরোত্তর উন্নতি কামনা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন ১ম ব্যাচের শিক্ষার্থী সামিউল বাশার, ৩য় ব্যাচের শিক্ষার্থী বখতিয়ার সরকার, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার খোকন, ৫ম ব্যাচের শিক্ষার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সানাউল আউয়াল এবং তমা মেহেদি, ৯ম ব্যাচের শিক্ষার্থী ফজলুর রহমান এবং কামরুল হাসান এবং ১০ম ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান আশা। নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে এই সাংস্কৃতিক সন্ধ্যাকে আরো উৎসবমুখর করে তোলেন ফার্মেসী বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি, কনা, সাবিহা, সাদিয়া, মেহেদী, ইশরাত, অর্পিতা, মায়া, ফরহাদ, প্রিয়া, ঐশী, আরমানসহ অনেকেই। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন ফার্মেসী বিভাগের শিক্ষার্থী অর্থী এবং মিলন। এছাড়াও টেকনিক্যাল সহযোগিতা ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিভাগের প্রভাষক নুজহাত তাসনিম আমীন এবং জ্যোতির্ময় বর্মন । সার্বিক সহোযোগিতায় ছিলেন ফার্মা-বি ১২তম এক্সিকিউটিভ কমিটি ও SQC সসদস্যবৃন্দ। পরিশেষে কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ অনুষ্ঠানের গেস্ট অফ অনার প্রফেসর ড. আশিক মোসাদ্দিককে সম্পূর্ণ সময় জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেই সাথে সকলকে ধন্যবাদ জানানোর মাধ্যমে এবং সকলের সুসাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন