বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গত ১১ অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭ টায় "Colonial Drug Trade: From Palashi to Partition” বিষয়ক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আসিক মোসাদ্দিক স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান এবং সেমিনারে সেশন চেয়ারের দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. হাবিবুল্লাহ। ভার্চুয়ল সেমিনারে স্লাইড শেয়ারের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ার এবং প্রফেসর ড. এম. এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সুরাইয়া আক্তার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপক তথ্য-উপাত্তের মাধ্যমে ঔপনিবেশিক শাসনামলে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এবং পরবর্তীতে বৃটিশ সরকার বাংলায় মাদক ব্যবসার প্রসারের মাধ্যমে যে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য করেছে তা তুলে ধরেন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার পতনেরও অন্যতম কারণ বৃটিশদের এই মাদক ব্যবসা। আর এ কারণেই এক সময়ের সম্পদের ঐস্বর্যশালী বাংলা শ্বশানে পরিণত হয়। এ অঞ্চলের ইতিহাস চর্চার প্রচলিত ধারার বিপরীতে গবেষকের এই বিপুল তথ্যবহুল গবেষণা ফলাফলের বিষয়ী সেমিনারে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা কৌতুহলোদ্দীপক নানা প্রশ্ন এবং মন্তব্য করে। বিভাগের শিক্ষকমন্ডলী ও শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেয় মাইক্রোসফ্যট টিমস এ্যপের মাধ্যমে। অনুষ্ঠান শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. হাবিবুল্লাহ সমাপনী বক্তব্য প্রদান করেন।