করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত রবিবার, ১৭ই অক্টোবর ২০২১ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরু হয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে। সকাল থকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন ছিল উৎসব মুখর, ছিল কোলাহল। সকালে ছাত্রছাত্রীদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ। সে সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত বিভাগিয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।