করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় আজ ১৭ অক্টোবর, রবিবার ইউজিসি প্রণীত সকল নির্দেশনা মেনেই শুরু হয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সরাসরি ক্যাম্পাসে এসে ক্লাস করার কার্যক্রম।
সকাল ৯ টা সিএসই ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডঃ মোঃ শহীদ-উজ-জামান স্যার এই অফলাইন ক্লাসের সূচনা করেন।
স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র যেসকল শিক্ষার্থী এখন পর্যন্ত অন্তত এক ডোজ কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছে শুধুমাত্র তাদেরকেই ক্যাম্পাসে এসে ক্লাস করার সুযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় গেটে প্রবেশের পূর্বে শিক্ষার্থীদের দেহের তাপমাত্রা পরিক্ষা, ভ্যাক্সিনেশন সার্টিফিকেট যাচাই, মাস্ক পরিধান নিশ্চিতকরণের মাধ্যমে শ্রেণিকক্ষে প্রবেশাধিকার দেয়া হয় এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বেঞ্চে সর্বোচ্চ ২জন করে বসার ব্যবস্থা করা হয়।
এছাড়াও যেসকল শিক্ষার্থী বিভিন্ন কারণবশত এখনো ভ্যাক্সিনের আওতাভুক্ত হতে পারেনি তাদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য অফলাইনের পাশাপাশি অনলাইনে ক্লাস করার ব্যবস্থাও রাখা হয়েছে।
উল্লেখ্য যে, গতবছর দেশে করোনা মহামারির ব্যাপক প্রভাব পরিলক্ষিত হলে ১৭ মার্চ ২০২০ থেকে সবধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা পর থেকে ইউজিসির নির্দেশনা মোতাবেক বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এতদিন অনলাইনে তাদের সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তাই এই দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের আবারো ক্যাম্পাসে বরণ করে নিতে ডিপার্টমেন্টের পক্ষ থেকেও বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল। এতে দৃষ্টিনন্দন করে ক্যাম্পাস সাজানোর পাশাপাশি সবাইকে হালকা মিষ্টিমুখ করানোর ব্যবস্থাও করা হয়।