ব‌রেন্দ্র বিশ্ব‌বিদ্যালয় ফা‌র্মেসী‌ বিভা‌গের নবীনদের ক্যাম্পাসে বরণ অনুষ্ঠান

ব‌রেন্দ্র বিশ্ব‌বিদ্যালয় ফা‌র্মেসী‌ বিভা‌গের নবীনদের ক্যাম্পাসে বরণ অনুষ্ঠান

ব‌রেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফা‌র্মে‌সী বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সে‌মিষ্টারের নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে বরণ করা হয়েছে। ক‌রোনা মহামারীর কার‌ণে ভর্তির পর থেকেই নবীনরা অনলাই‌ন প্লাটফ‌র্মে ক্লাস করছিল । আজ প্রথ‌ম স্ব-শরী‌রে শিক্ষার্থীরা ক্যাম্পা‌সে আস‌লে এ অনুষ্ঠা‌নের আয়োজন করা হয়। 

ফার্মা-বি ক্লাবের আয়োজনে র‌বিবার (১৭ অ‌ক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফা‌র্মে‌সী ভবনের চতুর্থ তলায় যথাযত স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর  প্রফেসর ড. তারান্নুম নাজ, বিভাগের সন্মানিত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ । শুরুতেই শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয় । এরপর নবীন শিক্ষার্থীদের কাছে ফ্যাকাল্টিবৃন্দ তাদের পরিচয় ও সংক্ষিপ্ত শুভেচ্ছা জ্ঞাপন করেন । পরবর্তীতে নবীন শিক্ষার্থীবৃন্দ তাদের নিজেদের পরিচয় প্রদান করে । 

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগের সহকারি অধ্যাপক মোনালিসা মনোয়ার এবং পরবর্তীতে বিভাগের প্রভাষক ড. হাজেরা খাতুন । তারা তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে দ্রুত মানিয়ে নেয়ার পাশাপাশি নিয়মানুবর্তিতার বিষয়ে গুরুত্ব দিতে বলেন। অনুষ্ঠানের মধ্যভাগে ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ তার বক্তব্যে বলেন, “ঔষধ শি‌ল্পে ফার্মাসিস্টদের ভূমিকা অনেক। নবীন শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশের মাধ্যমে বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।“ সবশেষে ফার্মা-বি ক্লাবের সভাপ‌তি জ্যোতির্ময় বর্মন অনুষ্ঠানের আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ও ফার্মা-বি  কোষাধ্যক্ষ শাম্মী আখতারকে ধন্যবাদ প্রদান করেন পাশাপাশি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা ক‌রে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা ক‌রেন ।