চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিই হতে চলেছে প্রধান হাতিয়ার। শিক্ষার পাশাপাশি এসময় যে যত বেশি কর্মদক্ষতার বিকাশ ঘটাতে পারবে প্রতিযোগীতায় সেই এগিয়ে থাকবে। এক্ষেত্রে আগামীর ভবিষ্যতের জন্য তারুণ শিক্ষার্থীদের প্রস্তুত রাখতে এবং এখন থেকেই তাদের কি করতে হবে এবং কোনটি এড়িয়ে চলতে হবে এসব বিষয় নিয়েই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টে আয়োজন করা হয় " Career Talk on Opportunities Abroad " শীর্ষক ওয়েবিনার।
গত ২৪ অক্টোবর রাত ৯টায় জুম মিটিং এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতিতে এই ওয়েবিনারের প্রধান বক্তা হিসেবে ছিলেন - শাহ মোহাম্মদ হামদি, পিএইচডি, সহকারী অধ্যাপক, নিউ ম্যাক্সিকো স্টেট ইউনিভার্সিটি এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন - প্রফেসর ডঃ আশিক মোসাদ্দেক, প্রো-ভাইস চ্যান্সেলর, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
ওয়েবিনারের শুরুতেই প্রধান অতিথি প্রফেসর ডঃ আশিক মোসাদ্দেক বলেন, " আমাদের এই উত্তরবঙ্গের শিক্ষার্থীরা কিছুটা হলেও বিদেশে উচ্চশিক্ষার দিকে থেকে পিছিয়ে আছে। তাই তাদের জানা-অজানা বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। কোন ক্ষেত্রে কি করা উচিত, কি এড়িয়ে চলতে হবে এসব বিষয়ে শিক্ষার্থীরা জানতে পারবে এবং তাদের প্রশ্নগুলোও তুলে ধরতে পারবে।", এই বলে তিনি ওয়েবিনারের মূল পর্বের সূচনা করেন।
প্রধান বক্তা শাহ মোহাম্মদ হামদি যিনি একজন সহকারী অধ্যাপক এবং রিসার্চার হবার পাশাপাশি আমাজনের মত বিশ্বের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন। তিনি তার সে সব অভিজ্ঞতাও প্রথমে তুলে ধরেন ।
এই ওয়েবিনারটিতে মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডাটা সাইন্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য ফুল টাইম জব এবং ইন্টার্নশিপ পাওয়ার বিভিন্ন দিক নিয়েই আলোকপাত করা হয়।
নিজের প্যাশন অনুযায়ী জব সেক্টরগুলো কোথায় খুজে পাওয়া যাবে, প্রফেশনাল সিভি লেখার নিয়ম, কোডিং এ স্কিল বাড়ানোর জন্য কি কি করা দরকার, অনলাইনে কিংবা সরাসরি ইন্টারভিউ এ অংশ নেওয়ার প্রক্রিয়া এসব টপিক নিয়েই ওয়েবিনারটি সাজানো হয়।
প্রশ্নোত্তর পর্বে কৌতুহলী শিক্ষার্থীরা দারুণ দারুণ সব প্রশ্নের মাধ্যমে তাদের মনের সংকোচগুলো দূর করে নেয়, বিদেশে উচ্চ শিক্ষার বিভিন্ন ধাপ সম্পর্কেও জেনে নেয় এবং নিজেরাও আরো আত্নবিশ্বাসী হয়ে ওঠে।
পরিশেষে, সিএসই ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডঃ মোঃ শহীদ-উজ-জামান তার চমৎকার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত ওয়েবিনারটিতে উপস্থাপনা করেন সিএসই ডিপার্টমেন্টের নবম সেমিস্টারের শিক্ষার্থী আব্দুল্লাহ তামিম এবং পরিচালনার দায়িত্বে ছিলেন অত্র ডিপার্টমেন্টের প্রভাষক মোঃ মশিউর রহমান সুইট।
ওয়েবিনার শেষে উপস্থাপক আবারো এত সুন্দর একটি আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বিদায় নেন।