বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গত ০৮ নভেম্বর, ২০২১ সকাল ১০.৩০ টায় ফল-২০২১ সেমিস্টারের "নবীন বরণ ও ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত হয়েছে। উক্ত নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আসিক মোসাদ্দিক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে বিভাগের শিক্ষার্থী জেরিন ইয়াসমিন ও সুমাইয়া খাতুন। উক্ত অনুষ্ঠানে বিভাগের শিক্ষকমন্ডলী ও নবীন শিক্ষার্থীরা অংশ নেয়। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে মো. সবুজ আলী ও রাইনা তানভীন। অনুষ্ঠানে কেক কেটে ও ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুিষ্ঠত হয়।