বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগের সামার ও ফল-২০২১ এর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
"Fresher's Orientation" শিরোনামে অনুষ্ঠিত এই নবীন বরণ অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং ব্যবসায় ও আইন অনুষদের সম্মানিত ডীন ড. কানিজ হাবিবা আফরিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
নবীন বরণ অনুষ্ঠানটি কয়েকটি ধাপে বিভক্ত ছিলো। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি তাদের সামনে উপস্থাপন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও ব্যবসায় প্রশাসন বিভাগ নিয়ে তাদের কিছু অনুভূতি নবীন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। বক্তব্যের শুরুতেই তিনি নবীন শিক্ষার্থীদেরকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে স্বাগতম ও অভিনন্দন জানান। তিনি নবীন শিক্ষার্থীদেরকে তাদের দক্ষতা, সৃজনশীলতা ও আচরণের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করেন নবীন শিক্ষার্থীরা তাদের যোগ্যতা ও পরিশ্রম দিয়ে নিজেদের উন্নয়ন সাধন করবে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অবদান রাখবে।
এরপর বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে নিজের মধ্যে থেকে হীনমন্যতা দূর করার পরামর্শ দেন। তিনি বলেন "আমরা তোমাদেরকে শেখাবো, আমরা তোমাদেরকে নৈতিকতার শিক্ষা দেব, তোমাদেরকে ডিসিপ্লিন শেখাবো। কিন্তু সেটাকে ধারণ ও পালন করতে হবে তোমাদেরকে।"
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের সম্মানিত মডারেটর সহকারী অধ্যাপক অনিমা কর্মকার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্র ও বর্তমান প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম এবং নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে আজমাঈন ইরতিজা সাকিব তার অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।