গত ১৩ ই নভেম্বর অনুষ্ঠিত হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টার এর শিক্ষার্থীদের ভেষজ বাগান পরিদর্শন। নাটোর সদরের, লক্ষীপুরহাট ইউনিয়নের খোলাবাড়িয়া ঔষধি গ্রামে অবস্থিত মোঃ জয়নাল আবেদীনের ভেষজ বাগান পরিদর্শন এর উদ্দেশ্যে ফার্মেসী বিভাগের তালাইমারি ভবন থেকে বিশ্ববিদ্যালয় এর বাসে সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা যাত্রা শুরু করে ও উক্ত ভিজিটে গাইড হিসেবে ছিলেন বিভাগের দায়িত্বরত সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান এবং মো: মনিরুজ্জামান। যুগ যুগ ধরে চলে আসা ঔষধ এর অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে এই মেডিসিনাল প্লান্ট সমূহ। মেডিসিনাল প্লান্ট গার্ডেন ভিজিট এর মাধ্যমে শিক্ষার্থীরা ঔষধি গাছ সমূহের পরিচিতির পাশাপাশি সেগুলো নিয়ে গবেষণার জন্য উৎসাহিত হয়। মেডিসিনাল প্লান্ট ভিজিট এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ঔষধি গাছের (যেমন উলটকম্বল, অশোক, ঘৃতকুমারী, হাড়জোড়া, লবঙ্গ, বকফুল, নীল গাছ, শতমূলী, জাফরান) বৈজ্ঞানিক নাম, থেরাপিউটিক ইউজ এবং মর্ফলজি সহ বিস্তারিত তথ্য জানতে পারে। গবেষণায় উদ্বুদ্ধ করতে এই ধরনের কার্যক্রম অনেক উপকারী বলে মনে করেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ডঃ তারান্নুম নাজ।