বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে ‘অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২১’ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনের ১০৪ নং রুমে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করেছে। ফলে তাদের মধ্যে এক ধরনের বিষন্নতা কাজ করছে যা কাটিয়ে উঠতে আমরা খেলাধুলাসহ নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি। যার ফলে শিক্ষার্থীরা আরও বেশি বিশ্ববিদ্যালয়মুখী হতে উৎসাহিত হবে। এবং নিজেদের মধ্যে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক শিক্ষক সালমা জান্নাত ও সচিব শিক্ষক রমজান আলীসহ বিভাগের সকল ব্যাচের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় লুডু, ক্যারাম, দাবা ও কল ব্রিজের মোট ৬টি ইভেন্টে একক ও দ্বৈত ভিত্তিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।