বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

গত ১৭ নভেম্বর ২০২১, রোজ বুধবার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য বিদায় এবং ২৪, ২৬, ২৭ এবং ২৮ তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। তালাইমারীতে অবস্থিত বিশ্ববিদ্যালটির ইঞ্জিনিয়ারিং অ্যানেক্স ভবনে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ (ইন-চার্জ) প্রফেসর ড. মোখলেসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান।

অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত ছিল। বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা সুলতানা স্বাগত বক্তব্য রাখেন। একই সাথে ইইই বিভাগের সকল কার্যক্রম ও অর্জনসমূহ ভিডিও ডকুমেন্টরির মাধ্যমে সকলের সম্মুখে উপস্থাপন করা হয়। এরপর নবীন ব্যাচের শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে স্বাগত জানানো হয় এবং বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

দিনের বিশেষ আকর্ষণ ছিল নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের প্রতি প্রধান অতিথি ও বিশেষ অতিথির গভীর ও মর্মস্পর্শী বক্তব্য। ইইই বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খানের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অংশ শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগের শিক্ষার্থীরা তাদের সিনিয়র এবং নবীনদের জন্য গান পরিবেশন, কবিতা আবৃত্তির মতো অনেক কার্যক্রমের ব্যবস্থা করেছিল। অবশেষে দুপুর ২.৩০ টায় অনুষ্ঠানের সকল অংশগ্রহণকারী এবং অনুষ্ঠান সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।