গত ২৮ নভেম্বর, রবিবার সিএসই বিভাগের শিক্ষকগণ নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। প্রকল্পটি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ শামীম আহসান পারভেজ। এরপর তিনি নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন ভবন ঘুরে দেখান। সে সময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদ-উজ-জামান, প্লানিং ও ডেভেলপমেন্টের সহকারী পরিচালক জনাব মো. সিরাজুর রহমানসহ সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ।